রাসূল (ছাঃ) মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় প্রসঙ্গে বলেন,
ما انا عليه وأصحابى.
‘(মুক্তিপ্রাপ্ত দল) হচ্ছে আমি ও আমার ছাহাবীগণ যে পথের উপর আছি’।
ছহীহ তিরমিযী হা/২১২৯; সিলসিলা ছহীহাহ হা/১৩৪৮; হাকেম ১/১২৯; আহমাদ বিন হাম্বল, সুন্নাতের মূলনীতি, বাংলায় ইসলাম, (ইংল্যান্ড দ্বিতীয় সংস্করণ, এপ্রিল ২০০২), পৃঃ ২৪।
অন্য বর্ণনায় এসেছে,
سَتَفْتَرِقُ أُمَّتِيْ عَلَى ثَلاَثٍ وَّسَبْعِيْنَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلاَّ وَاحِدَةً قِيْلَ َمَنْ هُمْ يَا رَسُولَ اللهِ قَالَ الَّذِيْنَ عَلَى مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِيْ-
‘আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে। একটি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে। জিজ্ঞেস করা হ’ল, তারা কারা হে আল্লাহর রাসূল (ছাঃ)! তিনি বললেন, ‘যারা আমার ও আমার ছাহাবীদের আদর্শের উপর প্রতিষ্ঠিত’।
তিরমিযী হা/২৬৪১; মিশকাত হা/১৭১ ‘কুরআন ও সুন্নাহ দৃঢ়ভাবে অাঁকড়ে ধরা’ অনুচ্ছেদ; সিলসিলা ছহীহাহ হা/১০৪৮
উক্ত হাদীসের ব্যাখ্যায় শাহ ওয়ালী উল্লাহ র. বলেন,
اقول الفرقة الناجية هم الاخذون في العقيدة والعمل جميعا بما ظهر من الكتاب والسنة وجري عليه جمهور الصحابة والتابعين……وغير الناجية كل فرقة انتحلت عقيدة خلاف عقيدة السلف أو عملا دون اعمالهم.(حجة الله البالغة:১/১৭০)
“আমি বলি নাজাতপ্রাপ্ত একমাত্র জান্নাতী দল তারা, যারা আকীদা-বিশ্বাসে ও আমলের ক্ষেত্রে কুরআন-সুন্নাহ এবং সাহাবা ও তাবেঈনের আদর্শ আঁকড়ে থাকবে। আর ঐ সমস্ত দলই এর বহির্ভূত, যারা আসলাফের পরিপন্থী আকীদা ও আমলে বিশ্বাসী হবে”।
(হুজ্জাতুল্লাহিল বালিগাহ খ: ১ পৃ: ১৭০)
তারপর শাহ্ ওয়ালী উল্লাহ র. বলেন,
فأخذوا يتبعون احاديث النبي واثار الصحابة والتابعين والمجتهدين
“হক পন্থী একমাত্র তারা, যারা রাসূলের হাদীস, সাহাবা ও তাবেঈনের কথা, কর্ম এবং আইম্মায়ে মুজতাহিদীনের অনুকরণ ও অনুসরণ করে”।
(আল-ইনসাফ পৃ:৩৬)
ما انا عليه وأصحابى.
‘(মুক্তিপ্রাপ্ত দল) হচ্ছে আমি ও আমার ছাহাবীগণ যে পথের উপর আছি’।
ছহীহ তিরমিযী হা/২১২৯; সিলসিলা ছহীহাহ হা/১৩৪৮; হাকেম ১/১২৯; আহমাদ বিন হাম্বল, সুন্নাতের মূলনীতি, বাংলায় ইসলাম, (ইংল্যান্ড দ্বিতীয় সংস্করণ, এপ্রিল ২০০২), পৃঃ ২৪।
অন্য বর্ণনায় এসেছে,
سَتَفْتَرِقُ أُمَّتِيْ عَلَى ثَلاَثٍ وَّسَبْعِيْنَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلاَّ وَاحِدَةً قِيْلَ َمَنْ هُمْ يَا رَسُولَ اللهِ قَالَ الَّذِيْنَ عَلَى مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِيْ-
‘আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে। একটি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে। জিজ্ঞেস করা হ’ল, তারা কারা হে আল্লাহর রাসূল (ছাঃ)! তিনি বললেন, ‘যারা আমার ও আমার ছাহাবীদের আদর্শের উপর প্রতিষ্ঠিত’।
তিরমিযী হা/২৬৪১; মিশকাত হা/১৭১ ‘কুরআন ও সুন্নাহ দৃঢ়ভাবে অাঁকড়ে ধরা’ অনুচ্ছেদ; সিলসিলা ছহীহাহ হা/১০৪৮
উক্ত হাদীসের ব্যাখ্যায় শাহ ওয়ালী উল্লাহ র. বলেন,
اقول الفرقة الناجية هم الاخذون في العقيدة والعمل جميعا بما ظهر من الكتاب والسنة وجري عليه جمهور الصحابة والتابعين……وغير الناجية كل فرقة انتحلت عقيدة خلاف عقيدة السلف أو عملا دون اعمالهم.(حجة الله البالغة:১/১৭০)
“আমি বলি নাজাতপ্রাপ্ত একমাত্র জান্নাতী দল তারা, যারা আকীদা-বিশ্বাসে ও আমলের ক্ষেত্রে কুরআন-সুন্নাহ এবং সাহাবা ও তাবেঈনের আদর্শ আঁকড়ে থাকবে। আর ঐ সমস্ত দলই এর বহির্ভূত, যারা আসলাফের পরিপন্থী আকীদা ও আমলে বিশ্বাসী হবে”।
(হুজ্জাতুল্লাহিল বালিগাহ খ: ১ পৃ: ১৭০)
তারপর শাহ্ ওয়ালী উল্লাহ র. বলেন,
فأخذوا يتبعون احاديث النبي واثار الصحابة والتابعين والمجتهدين
“হক পন্থী একমাত্র তারা, যারা রাসূলের হাদীস, সাহাবা ও তাবেঈনের কথা, কর্ম এবং আইম্মায়ে মুজতাহিদীনের অনুকরণ ও অনুসরণ করে”।
(আল-ইনসাফ পৃ:৩৬)
No comments:
Post a Comment