Sunday, November 18, 2012

Hadith


1. আবু হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল(সাঃ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন সালাত আরাম্ভ হয়ে যায়, তখন দৌড়ে তাতে শামিল হয়ো না। বরং ধীরস্থিরভাবে হেঁটে এসে তাতে শামিল হও। যতটুকু পাও পড়ে নাও এবং যতটুকু ছুটে যায় পূরণ করে নাও।” [ সহীহ বুখারি ৯০৮; সহীহ মুসলিম ৬০২]

2. একদা দু'জন লোককে গালাগালি করতে দেখে নবী (সা) তাদের একজনকে ডেকে বললেন, আমি একটা কালেমা জানি, তুমি যদি তা বল তবে ক্রোধ দূর হয়ে যাবে, আউজু বিল্লাহি মিনাশ শাইত্ব-নির রজিম- অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই।
[বুখারী, তিরমিযী পাতা ১৮৩]

3. "আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসুল (সাঃ) বলেছেন- 'প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তীতে হারিয়ে দেয়। বরং সেই প্রকৃত বাহাদুর, যে ক্রোধের
  সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।" [বুখারীঃ ৫৬৮৪ ইঃফাঃ]

4. "যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায়। আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল, যদি তারা জানত।"

[২৯. সূরা আল-আনকাবুত, আয়াত ৪১]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...