Thursday, December 27, 2012

Akjon Moslemer Opur Apor Moslemer 5 te Hoke

আবূ হুরায়রা(রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল(সাঃ) কে আমি বলতে শুনেছি যে, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাচঁটি :১) সালামের জওয়াব দেয়া, ২) অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেয়া, ৩) জানাযার পশ্চাদানুসরণ করা, ৪) দাওয়াত কবুল করা এবং ৫) হাঁচিদাতাকে খুশী
করা(আল-হামদু লিল্লাহর জবাবে ইয়ারহামুকুল্লাহ বলা)। [সহীহ বুখারী, পর্ব ২৩ : জানাযা, অধ্যায় ২, হাঃ ১২৪০ ; সহীহ মুসলিম, পর্ব ৩৯ :সালাম, অধ্যায় ৩, হাঃ ২১৬২]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...