Thursday, December 27, 2012

:::::::::::::যারা আল্লাহ্‌র যিক্‌র করতে বসে:::::::::::::



রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যারা আল্লাহ্‌র যিক্‌র করতে বসে (অর্থাৎ কুরআন হাদীসের আলোচনা করে, তা শিখে ও শিখায়। তাসবীহ-তাহলীল, দো‘আ দুরূদ ও ইসতেগফার করে। আর এগুলো করে নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরীকায়) ফেরেশতারা তাদের চারপাশে
এসে জড় হয়, আল্লাহর রহমত দ্বারা তাদের ঢেকে রাখে, তাদের উপর প্রশান্তি নাযিল হয় এবং আল্লাহ্ (এতে খুশী হয়ে) তাঁর নিকটস্থ (ফেরেশতাদের) কাছে ঐ সব যিক্‌রকারী বান্দাদের সম্পর্কে (প্রশংসামূলক) আলোচনা করেন।’ [বুখারী : ৫৬৪২] .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...