তাঁরা বললেন, 'আমাদের মধ্যে নিঃস্ব ঐ ব্যক্তি, যার কাছে দিরহাম এবং কোন আসবাব-পত্র নেই।
তিনি বললেন, "আমার উম্মাতের মধ্যে [আসল] নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কিয়ামাতের দিন নামায, রোযা ও যাকাতের [নেকী] নিয়ে হাজির হবে]। কিন্তু এর সাথে সাথে সে এমন অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে। কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো [অবৈধ রূপে] সম্পদ ভক্ষণ করেছে। কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর [অত্যচারিত] কে তার নেকী দেয়া হবে। পরিশেষে যদি তার নেকী রাশি অন্যান্যদের দাবী পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে, তাদের পাপরাশি নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।"
(সহীহ মুসলিম, হাদীস ২৫৮১)
No comments:
Post a Comment