উবাদা ইবনে সামিত রাযি আল্লাহু আনহু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘যে ব্যক্তি রাতে ঘুম ভঙ্গে গেলে বলে, (লা-ইলাহা ইল্লাল্ল-হু ওয়া হ দাহু লা-শারিকালাহু লাহুল মুলকু ও লাহুল হামদু ও হুয়া আলা শাইয়্যিন ক্বদীর, আলহামদু লিল্লাহ ওয়া সুবহানাল্লহ আল্লাহু
আকবর ওলা হাউলা ওলা কুওওতা ইল্লা বিল্লাহ) আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই। তিনি এক ও একক। তার কোন শরীক নেই। রাজত্ব ও সমস্ত প্রশংসা তারই। তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। আল্লাহরই সমস্ত প্রশংসা। তিনি পাক-পবিত্র ও মহান। তার সাহায্য ব্যতীত কারো ভাল কাজ করার ও মন্দ কাজ থেকে বেঁচে থাকার শক্তি নেই।
তারপর সে যদি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলে, হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও, অথবা অন্য কোন দুআ করে, তাহলে তার দুআ কবুল করা হয়। এরপর সে অযু করে নামাজ পড়লে তার নামাজ গৃহীত হয়’ [বুখারী-১১৫৪]
No comments:
Post a Comment