Thursday, December 27, 2012

শান্ত ও ধীরস্থিরভাবে নামাজের জন্য আসা


আবু হুরায়রা রাযিআল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেছেন,
‘যখন নামায আরম্ভ হয়ে যায়, তখন দৌড়ে তাতে শামিল হয়ো না।

বরং ধীরস্থির ভাবে হেঁটে এসে তাতে শামিল হও। যতটুকু পাও পড়ে নাও এবং যতটুকু ছুটে যায় পরে পূরণ করে নাও’ [বুখারী-৯০৮, মুসলিম-৬০২, ১০০ সুসাব্যস্ত সুন্নত পৃঃ ১৩]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...