Friday, December 7, 2012

"রাসূলুল্লাহ (সাঃ)-এর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত"


সূত্রঃ সুরা আল-ক্বামার(৫৪); আল-কুরআন।

[দয়া করে পড়ুন ও মন্তব্য করুন - যদি কারও অস্বিকার করার সাহস থাকে!!!]

১) আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত যে, 'মক্কাবাসী রাসূলুল্লাহ (সাঃ)-কে তার নবুওয়াতের নিদর্শন(মুজেযা) দেখানোর দাবী জানাল। তিনি তাদেরকে আঙ্গুলের ইশারায় চাঁদ'কে দু'খণ্ড করে দেখালেন । এমনকি তারা দু'খণ্ডের মাঝে হেরা পাহাড়কে দেখতে পেল"।
২) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন, 'যখন চাঁদ দ্বিখন্ডিত হয় তখন আমরা নবী(সাঃ)-এর সঙ্গে ছিলাম । তিনি আমাদেরকে বললেন, তোমরা সাক্ষী থাক। তখন আমরা দেখলাম চাঁদের একটি খণ্ড হেরা পাহাড়ের দিকে চলে গেল"। ***সহীহ বুখারীঃ ৩৮৬৮-৭১ 'চাঁদকে দুই খণ্ড করা' অধ্যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে সুরা আল-ক্বামার(৫৪) নাযিল হয়। যার শুরু হ’লঃ ["ক্বিয়ামত আসন্ন। চন্দ্র বিদীর্ণ হয়েছে। ‘তারা যদি কোন নিদর্শন (যেমন চন্দ্র দ্বিখন্ডিত করণ) দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে, এটা তো বড় শক্ত জাদু’। ‘তারা মিথ্যারোপ করল এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করল। অথচ প্রত্যেক কাজই স্থিরীকৃত"]।
আল্লাহ বলেছেনঃ
اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ(1
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।
The Hour has drawn near, and the moon has been cleft asunder (the people of Makkah requested Prophet Muhammad SAW to show them a miracle, so he showed them the splitting of the moon).
وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُّسْتَمِرٌّ(2
তারা যদি কোন নিদর্শন (যেমনঃ চন্দ্র দ্বিখন্ডিত করণ) দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে, এটা তো চিরাগত/বড় শক্ত জাদু’।
And if they see a sign, they turn away, and say: ”This is continuous magic.”
وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءهُمْ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ(3
‘তারা মিথ্যারোপ করল এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করল। অথচ প্রত্যেক কাজই স্থিরীকৃত।
They belied (the Verses of Allâh, this Qur’ân), and followed their own lusts. And every matter will be settled [according to the kind of deeds (for the doer of good deeds, his deeds will take him to Paradise, and similarly evil deeds will take their doers to Hell)].
*** সুরা ক্বামারঃ আয়াতঃ ১-৩।

মন্তব্যঃ এই ঘটনা দেখার পরও মক্কাবাসী কাফেররা ঈমান আনে নাই। আমাদের মাঝেও কিছু লোক আছে যারা আল্লাহ ও রাসুল'কে মুখে মুখে স্বিকার করে - কিন্তু মক্কাবাসী কাফেরদের মত অন্তর থেকে মেনে নেয়না।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...